• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত: ২২ মার্চ ২০২২  

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে মার্কিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর এখন আন্তর্জাতিক চাপ বাড়বে। এতে করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন দ্রুত হবে।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার ৭০০ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। কিন্তু ফিরিয়ে নেওয়াদের মধ্যে অনেকের বাবাকে নিচ্ছে তো মাকে নিচ্ছে না। এমনকি বিপুল এ জনসংখ্যার মধ্যে মাত্র ২৮ হাজারকে মিয়ানমারের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –